সুইফট কোড হ্যাকড আত্মসাৎকৃত অর্থ ফেরত আনতে চায় সোনালী ব্যাংক
জেসমিন মলি | ২০১৪-০৮-১৩ ইং সুইফট কোড হ্যাকের মাধ্যমে সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের আত্মসাত্কৃত আড়াই লাখ মার্কিন ডলার ফেরত আনতে চায় সোনালী ব্যাংক। এছাড়া এ জালিয়াতির ঘটনা তদন্তে প্রয়োজনীয় নথি তলব করে ব্যাংকটিকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।