ছোটরা ব্যবসা ছাড়ছে বড়রা বৈচিত্র্য আনছে
জেসমিন মলি | ২০১৫-১০-৩০ ইং কয়েক বছর ধরেই ছোট আকারের অ্যাপার্টমেন্ট তৈরি করছে শেলটেক। এক বেডরুমের এ বাসাকে তারা বলছে স্টুডিও অ্যাপার্টমেন্ট। এ অ্যাপার্টমেন্ট আবার সাজিয়ে দেয়ার দায়িত্ব নিচ্ছে তারাই। শেলটেকের পাশাপাশি আবাসনে এ ধরনের বৈচিত্র্য আনছে বিল্ডিং ফর ফিউচার, এসইএলসহ খাতটির বড় প্রতিষ্ঠানগুলোর অনেকেই। ঢাকার বাইরেও ব্যবসা সম্প্রসারণ করছে কেউ কেউ। সেসঙ্গে নান্দনিকতা আসছে […]