এইচডিএমের জরিপ ভাঙাচোরা দশায় জেলা শহরের ৪৭% সড়ক
জেসমিন মলি | ০০:৩৪:০০ মিনিট, জুন ০৫, ২০১৭ সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক। শুধু স্থানীয়দের চলাফেরাতেই সীমাবদ্ধ নেই সড়কটির গুরুত্ব। অর্থনৈতিক দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ সড়কটি। দেশের অন্যতম ব্যস্ত স্থলবন্দর ভোমরায় যেতে হলে সড়কটি ব্যবহার করতে হয়। সাতক্ষীরা অঞ্চলের চিংড়ি চাষীরাও নিজেদের পণ্য পরিবহনে এ সড়কটি ব্যবহার করেন। স্থলপথে সুন্দরবনে যাতায়াতের জন্য এ সড়কটি ব্যবহার করতে হয়। মেরামতের […]