অর্থবছরের প্রথম ৫ মাস জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এডিপি বাস্তবায়ন মাত্র ১০%

জেসমিন মলি | ২০১৬-০১-০৮ ইং

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) প্রকল্পে গতি নেই। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এ বিভাগে এডিপি বাস্তবায়ন হয়েছে প্রায় ১০ শতাংশ, যেখানে জাতীয় গড় অগ্রগতি ১৭ শতাংশ। তবে বিদ্যুৎ বিভাগের এডিপি বাস্তবায়নের হার জাতীয় অগ্রগতির চেয়ে প্রায় ১ শতাংশ এগিয়ে রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সম্প্রতি জাতীয় সংসদে সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত কমিটির ১৯তম বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় ২০১৫-১৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আইএমইডি পর্যালোচনামূলক প্রতিবেদনটি জমা দেয়।

যোগাযোগ করা হলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বণিক বার্তাকে বলেন, ‘জ্বালানি বিভাগের উন্নয়ন কর্মসূচি সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করছে। এ কারণে এ বিভাগের এডিপি বাস্তবায়ন কিছুটা ধীরগতির। তবে কার্যক্রম এগিয়ে নেয়ার সব উদ্যোগ নেয়া হবে।’

জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরের এডিপিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থা কর্তৃৃক ৫১টি প্রকল্প বাস্তবায়নাধীন। এসব প্রকল্পের মধ্যে এডিপিভুক্ত (জিওবি ও সহায়তাপুষ্ট) ২৩টি, নিজস্ব অর্থায়নভুক্ত ১৪টি এবং গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডভুক্ত (জিডিএফ) ১৪টি। চলতি ২০১৫-১৬ অর্থবছর এ বিভাগের সব প্রকল্পের বিপরীতে এডিপি বরাদ্দ ৩ হাজার ৫৬৫ কোটি টাকা। এ অর্থের মধ্যে জিওবি বরাদ্দ ২ হাজার ৫৮৫ কোটি এবং প্রকল্প সহায়তা ৯৭৯ কোটি টাকা। ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত এ বিভাগের এডিপি বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৩৬১ কোটি টাকা, যার মধ্যে জিওবি ৩৪৬ কোটি এবং প্রকল্প সাহায্য ১৫ কোটি টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় পেট্রোবাংলার অধীনে রয়েছে ১৯টি প্রকল্প। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তিনটি, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের একটি, নিজস্ব অর্থায়নভুক্ত ১৪টি এবং গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডভুক্ত (জিডিএফ) ১৪টি প্রকল্প রয়েছে।

আইএমইডি সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে ১৮টি সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন করা হয়েছে এবং নিবিড় পরিবীক্ষণ করা হয়েছে ১৫টি প্রকল্পের। আর ২০১৫-১৬ অর্থবছরের ১৫টি সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন এবং ১৬টি প্রকল্পের নিবিড় পরিবীক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাস্তবায়ন অগ্রগতি বিশ্লেষণ করে দেখা গেছে, ২৩টি প্রকল্পের মধ্যে ১৬টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৫ শতাংশেরও কম। এসব প্রকল্পের বেশ কিছুর অর্থ ছাড় হলেও বাস্তব অগ্রগতি শূন্য।

এদিকে বিদ্যুৎ বিভাগের ২০১৫-১৬ অর্থবছরের এডিপিতে ৭০টি প্রকল্পের অনুকূলে বরাদ্দের পরিমাণ ১৬ হাজার ১২১ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৭ হাজার ১৪৬ কোটি ও প্রকল্প সাহায্য ৮ হাজার ৯৭৪ কোটি টাকা। অর্থবছরের প্রথম ৫ মাসে জিওবি খাতে অবমুক্তকৃত অর্থের পরিমাণ ২ হাজার ৩৯৩ কোটি টাকা এবং আর্থিক অগ্রগতি প্রায় ৩ হাজার কোটি টাকা, যা বরাদ্দের ১৮ দশমিক ৮৪ শতাংশ।

বিদ্যুৎ বিভাগের আওতায় ২০১৪-১৫ অর্থবছরের ১৮টি সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন করা হয়েছে এবং নিবিড় পরিবীক্ষণ করা হয়েছে ১৫টি প্রকল্পে। আর ২০১৫-১৬ অর্থবছরের ১৫টি সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন ও ১৬টি প্রকল্পের নিবিড় পরিবীক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের এডিপিতে বিদ্যুৎ বিভাগের নিজস্ব প্রকল্প রয়েছে রয়েছে চারটি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২৭টি প্রকল্প, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১১টি প্রকল্প রয়েছে।

বিদ্যুৎ বিভাগের এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণ করে দেখা গেছে, ৬৬টি প্রকল্পের মধ্যে ১৮টি প্রকল্পের অগ্রগতি ৫ শতাংশের নিচে। এসব প্রকল্পের বেশ কিছুর অগ্রগতি শূন্য।

 

Leave a Reply