ইচ্ছা আছে বাসভাড়া যোগ করার পাশাপাশি অ্যাপের ভাষা বাংলা করার — স্বাগত প্রতীক, নার্ডক্যাটস ঢাকা
শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
ইচ্ছা আছে বাসভাড়া যোগ করার পাশাপাশি অ্যাপের ভাষা বাংলা করার — স্বাগত প্রতীক, নার্ডক্যাটস ঢাকা
শহরে চলাচলের প্রধান বাহন বাস। কিন্তু কোন বাস কোন রুটে চলে তা মনে রাখা কষ্টকর বটেই। এসব ভাবনা থেকে দেশের কিছু তরুণ প্রোগ্রামার মিলে তৈরি করেছেন এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যা দিয়ে কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই জানা যাবে ঢাকা শহরের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য কোন কোন বাস আছে। বাস ম্যাপ ঢাকা নামের এই অ্যাপ নির্মাণে প্রোগ্রামার দল নার্ডক্যাটসকে নেতৃত্ব দিয়েছেন স্বাগত প্রতীক। পুরো অ্যাপ্লিকেশনটি বানাতে পেছন থেকে সাহস জুগিয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট তানজিম সাকিব। সম্প্রতি স্বাগত তার বানানো অ্যাপ নিয়ে কথা বলেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক জেসমিন মলি’র সঙ্গে
বাস ম্যাপ ঢাকা কীভাবে কাজ করে?
বাস ম্যাপ ঢাকা কাজ করে তার নিজস্ব ডাটা সেটের ওপর। এর পেছনে রয়েছে নার্ডক্যাটস ও মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনারদের জোগাড় করা বাস রুটের ডাটা। এ ডাটা আপনার গন্তব্যের সঠিক বাসটি খুঁজে বের করে দেবে। প্রত্যেকটি স্টপেজের সবচেয়ে কাছের অবস্থান এবং রুট হতে অ্যাপটি আপনার প্রয়োজনীয় অংশটুকু দেখাবে। আপনি যেকোনো স্থান হতে, যেকোনো স্থানে যাওয়ার জন্য বাস রুট পেতে পারবেন। জানতে পারবেন কোন স্টপেজ দিয়ে কোন বাস যায়।
এ প্রজেক্টে মাইক্রোসফট কীভাবে যুক্ত হলো?
বাস মাপ ঢাকার শুরুতে ছিলেন তানজীম সাকিব। উনি প্রথম আমাকে বলেন কীভাবে এ অ্যাপ বানানো যায়। প্রথমে দরকার ছিল ডাটা। নার্ডক্যাটসের ২০ জন ও মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনারস হতে ইচ্ছুক আরো অনেকের চেষ্টায় এ ডাটা সেট তৈরি হয়। রাস্তার পাশে বাসের টিকিট বিক্রি করা কর্মীদের কাছ থেকেও পাওয়া গেছে গুরুত্বপূর্ণ সব ডাটা। সব ডাটা এক করে তৈরি করা হয় ডাটাসেট। এ অ্যাপসে এখনো অনেক অসম্পূর্ণতা ও সমস্যা রয়েছে। কারণ হিসেবে বলা যায়, বিনামূল্যে ছাত্রদের কষ্টে এ কাজ করা কষ্টকর। পূর্ণাঙ্গ কাজ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বাস ম্যাপ তৈরির বিষয়ে আগ্রহটা এল কীভাবে আপনাদের মাঝে?
অ্যাপস তৈরির আগ্রহ অনেক আগে থেকেই ছিল। সময় ও ডাটা তৈরি হতে সময় লাগার কারণে এ অ্যাপ প্রকাশ করতে একটু সময় লেগেছে। জুলাইয়ে শুরু হয় এ অ্যাপ তৈরির কাজ আর শেষ ডিসেম্বরের প্রথম দিকে। ঢাকা শহরে সবচেয়ে ব্যবহূত বাহন হচ্ছে বাস। আর লোকাল বাসের রুট না জানলে কোনো জায়গায় যাওয়াটাই কঠিন হয়ে যায়। এসব ভাবনা থেকেই বাস ম্যাপ অ্যাপস তৈরির কাজ করা।
এ অ্যাপ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী? ভবিষ্যতে এ অ্যাপে নতুন কী কী ফিচার যুক্ত হবে?
অ্যাপ নিয়ে পরিকল্পনা আছে অনেক। পরবর্তীতে আমরা আনছি আরো কার্যকর সার্চ, যদি গন্তব্যে সরাসরি কোনো বাসে না যাওয়া যায়, তাহলে কোন কোন বাসে ভেঙে ভেঙে সেখানে যাওয়া যাবে, সেটাও বলবে। ইচ্ছা আছে বাংলাদেশের প্রথম ট্রানজিট মডেল তৈরি করার, যেখানে শুধু বাস নয়; ট্রেন, বিমান, আন্তঃশহর বাস সবই থাকবে। এ সার্ভিস দিয়ে বানানো যাবে যেকোনো অ্যাপ। ইচ্ছা আছে ভাড়ার পরিমাণ সংযুক্ত করার ও পুরো অ্যাপটি বাংলায় দেয়ার।
অ্যাপ তৈরির কাজে কে কে ছিলেন?
আইডিয়া মাইক্রোসফটের তানজীম সাকিব ভাইয়ের। উইন্ডোজ ফোনের অ্যাপ করেছি আমি এবং আমার টিম নার্ডক্যাটস। সঙ্গে এখনো কাজ করছে মুজাহিদুল ইসলাম আর আবু সালেহ মুসা। রেজওয়ানুর রহমান, আসিফ রহমান, মুহাম্মদ তারেক আজিজ এবং আমার টিমের বাকি সবাই করে যাচ্ছে ডাটা কালেকশনের কাজ। আমাদের ফেসবুক পেজ facebook.com/nerdcats-এ অসংখ্য মানুষ মেসেজ ও মেইলে বাস ম্যাপের জন্য ডাটা দিয়ে যাচ্ছেন। সৌরভ বিশ্বাস ও আরাফ নিশান করেছেন চমত্কার একটি প্রমোশনাল ভিডিও। নার্ডক্যাটস একযোগে কাজ চালাচ্ছে ও চালাবে। অ্যান্ড্রয়েডের জন্য এ অ্যাপস আসবে কিনা! উইন্ডোজ ৮ ও অ্যান্ড্রয়েডে এ অ্যাপ শিগগিরই আসবে। আমরা কাজ করছি। তার আগে পূর্ণাঙ্গ ডাটা সংগ্রহের কাজ চলছে।
Leave a Reply